একটু দয়া কি শ্যাম নাই তোর মনে।
কিবা অপরাধী, হইলে বাদী
একাকি রেখে গেলে, গহীন কাননে।।
ভালবাসা দিয়া, নয়ন ভুলাইয়া
পিরীতি শিখাইয়া, অতি গুপনে,
করিলে আলিঙ্গন, স্নেহ ও চুম্বন
পাগল করিলে মন, মধুর মিলনে।।
করিয়া উদাসী, প্রেমের পিপাসী
হইলে বিদেশী, কিবা কারণে,
না পেয়ে তোমায়, আকুল পরানি হায়
বিপাকে রেখে আমায়, আছো কেমনে।।
পিরীতে তোমার, কলিজা আঙ্গার
জানি না সরাসার, কি ছিল মনে,
বলে আমির উদ্দিন, আমি তোমার অধীন
শমন আসিবে যেদিন, যাব তার সনে।।