একেলা বসে বিরহ বাসে তোমারই অসে গাহিব গান
আমারই বেদনে ব্যথিত পাপিয়া নিরালা বসিয়া ধরেছে টান।
হূদ মন্দিরে আশারই বাতি নিরালা জাগিলেন এ শুভ রাতি,
সোহাগও ভান্ডে মিলনও মধু বন্ধুর সনে করিতে পান।
বিরহ বাড়িতে চন্দ্রিমা ডাকে আশাতে চাহিয়া কমূ দি তা কে
ছিন্ন বাড়িতে মিলনও বিতরী তবু কি পোষেনা প্রিয়সীর প্রান।
নির্জনও বসে ডাকিছে কয়লা জোস্না রাতে বাড়ালেন জ্বালা
ভান্ডারে বসে বাজালেন বাসি উদাসী করিলেন রমেশের মন।।