একে আল্লাহ ঠিকই জানো, দুইয়ে নবী মোস্তফায়।
হু’ হু’ শব্দে জিকির করো, কলবেরই লতিফায়।।
লা-ইলাহা ইল্লালা, ছয় লতিফায় আছে
পঞ্চ অনাস পঞ্চ রূহু, জাত সেফাতে মিশে
মারফত নিগুমের দেশে, হু শব্দ সেফাতে রয়।।
কলব রূহু আখফা খফি, ছের নফছের টানে
ডাইনে আল্লাহ বায়ে নবী, দুই পাশে দুই জনে
দমের সাথে লা-ইলাহাতে, পাঁচ আনফাছে প্রেম খেলায়।।
নাভী হইতে ‘লা’ শব্দ যায়, আখফা বরাবরে
২৪ আঙ্গুল দমের খেলা, বাহিরে ভিতরে
একুশ হাজার ছয়শ বারে, রূহুর সাথে কথা কয়।।
চোখ থাকিতে হাসান মিয়া, অন্ধ হইয়া ঘুরে
আপন ঘরে থাকতে খোদা, বাইরে খুঁজো কারে
ঘরের মানুষ ঘরে ঘরে, ঘরে বসে উকি দেয়।।