এক ছুরতে আমি তুমি আছি বটে এক ঘরে দুজন
আমরা দুয়ের একই আকার বেমিছা এই ত্রিভুবন।।
আমার মতো আর কেহ নাই কোনও দিনে হয়না তাই
তুমিও খোদা আলেক সাঁই দেখতে হও নিত্য নতুন,
মিছ বলছি আমার আমার কায় সুরত এই দুনিয়ায়
সকলই যে কেবল তোমার দেহ একটা আবরন।।
তুমি বাগান তুমি মালী তুমি ফুল তুমি কলি
যাহা বলাও তাহাই বলি ঘুরে ফিরি সর্বক্ষণ,
মাটির দেহ লয়ে বড়াই করে আমি দিনটা কাটাই
আমি বলতে নাই কিছু নাই তোমায় আত্মসমর্পন।।
তোমারই সব স্বরূপ ছবি গ্রহ তারা শশী রবি
চক্ষে যাহা দেখছি সবই রূপ ধরেছ নিরঞ্জন,
জালালে কয় ভুলে পড়ে চিনা আর হলনা মোরে
চল যখন যাই কব্বরে দিও তোমার শুদ্ধ মিলন।।