এক মনে দুই ভাবলি কেনে
তুই চাহিলি না আপন পাণে।।
খোদাকে জুদা জেনে, চেয়ে রইলি আছমানে
খোদা খোদা করিলেন পয়দা, জাত ছেফাতে এ দুনিয়া
কুল্লে আল্লা কাদের গণি, আকার নিরাকার তিনি
বর্তমান সাই আদম তনে, জাহের বাতেন গোপনে।
আপনাকে না চিনিয়া, মুসলমান হয় কত জনা
না চিনে খোদা রসূল, মোশরেক বেদাতী ফানা
মুখে বলে খোদা খোদা, মনে মনে ভাবে জুদা
এমনি মত কত গাঁথা, দেখা যায় মরদূদ শয়তানে।।
নাহনো আকবার বলে, কোরাআনে সাঁই খবর দিলে
শাহারাগ হইতে কাছে, পাবে খুজিলে, সখিন বলে সেহ
মান আরাফা নাফছাহু, ফাকাদ আরাফা রাব্বাহু
আছছানালী রেখ মানে।।