ভবঘুরেকথা

এখন আমার সময় হল,
যাবার দুয়ার খোলো খোলো ॥

হল দেখা, হল মেলা,
আলোছায়ায় হল খেলা-
স্বপন যে সে ভোলো ভোলো ॥

আকাশ ভরে দূরের গানে,
অলখ দেশে হৃদয় টানে।
ওগো সুদূর, ওগো মধুর,
পথ বলে দাও পরানবঁধুর-
সব আবরণ তোলো তোলো ॥

……………………..
রাগ: আশাবরী-রামকেলী
তাল: দাদরা-ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ জানুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!