এখন কেন কাঁদছ ধ্বনি নির্জনে।
যখন পায় ধরে শ্যাম সেধেছিল, চেলে না বদন পানে।।
রাধে থাক লয়ে তোর মান, কুঞ্জে আসবে না আর শ্যাম
জলে অনল দিতে পারি, বৃন্দে আমার নাম
আমি স্বর্গ রাধা বানাইয়ে, বসাব শ্যামের বামে।।
আমরা সব সখি মিলে, বন ফুল তুলে
বিনা সুতে হার গাঁথিয়ে রেখেছি তুলে
ফুলের মালা বাসি হল, শ্যাম কালাচাঁদ বিহনে।।
রাধে বলি তোমারে, কৃষ্ণ আসবে না ফিরে
অন্তরে দিয়াছ কালি দেখ না ভেবে
মথুরাতে যেয়ে কৃষ্ণ বসেছে সিংহাসনে।।