এখন কেন কাঁদছ রাধে, আগে কি মনে ছিল না।
বারেবারে করি মানা, কালার সঙ্গে প্রেম করো না।।
প্রেম করিলে আপন মনে, এখন কেন লোকে শোনে
প্রেম বুঝি ভাল লাগে না, চুপ করে থাক রাজ নন্দিনী
কথা যেন লোকে শোনে না।।
কালার সঙ্গে প্রেম করা, ফুলের মধু খায় ভ্রমরা
আত্ম সুখের ভাগি তারা, ফুলের মধু ফুরাইলে
উড়ে যায় ভ্রমর তাও জানো না।।
কালাচাঁদ পাগলে বলে, কৃষ্ণ প্রেম কি সবাই জানে
জানে কেবল দুই এক জনা, কৃষ্ণ প্রেমের প্রেমি যারা
নয়ন দেখলে যায় গো চিনা।।