এতো প্রিয়তম সুন্দর মম
জীবনদেবতা তুমি যে মোর,
বেদন-বেদীর আসনে বসো হে
মুক্ত হৃদয় দেউল দোর।।
কতো নামে ডেকে কতো পথে হেঁটে
এ জীবনের কতো দিবস গেলো কেটে
বেলা গেলো তবু খেলার সাধনা মেটে
কেটে দাও কলূষ মোহঘোর।।
অন্তরের ব্যথা জানো অন্তরযামী
পূজার মন্ত্র কিছু নাহি জানি আমি
পাগল বিজয় কয়, পূজি বিশ্বস্বামী
চরণে ঢালিয়ে নয়ন লোর।।