এতো ভালবাসি
হইয়া কাছাকাছি
পাছে যদি যাও আমায় ফেলিয়া
কেন তারে কাছে নিলে ডাকিয়া।।
ভালবেসে আমি তারে
করে ছিলাম মস্ত ভূল
আগে কি যানতাম সই গো
ও যে কাগজের ই ফুল
তাই যত প্রদ্বীপ জ্বালি
আলো হয়না শুধু কালি
আলেয়ারে মিথ্যা আলো ভাবিয়া
কেন তারে কাছে নিলে ডাকিয়া।।
আমিতো রাধা নই
রাধার মতো হইয়া
হয়তো পাব না কিছু ভালবাসিয়া
যে মালা হাতে তুলে
দিতে পারনি গলে
আলেয়ারে মিথ্যা আলো ভাবিয়া
কেন তারে কাছে নিলে ডাকিয়া।।
ভোগ বিলাসের অংক কষে
যারে দিলাম যৌবন
গুবরি পোকায় নষ্ট করল
মায়াময় যৌবন
কেন যে এমন হল
জীবনটা এলোমেলো
সবই গেল আধাঁরে ছাইয়া
কেন তারে কাছে নিলে ডাকিয়া।।
আধোরাতে কাঁদো যদি স্বপন দেখিয়া
মাতাল রাজ্জাকেরে ভুলে যাইও
ভেঙ্গে গেছে বিয়া
ফেলে যাওয়া ক্ষনটারে
জিগাইও মনটারে
পরে যদি মনে ভুল করিয়া
কেন তারে কাছে নিলে ডাকিয়া।।