এনেছে এক নবীন গোরা
এনেছে এক নবীন গোরা
নতুন আইন নদিয়াতে,
বেদ পুরাণ সব দিচ্ছে দুষে
সে আইনের বিচার মতে।।
সাতবার খেয়ে একবার স্নান
নাই পূজা তার পাপ পূণ্যি জ্ঞান,
অসাধ্যের সাধ্য বিধান
শিখাচ্ছে সব ঘাটে পথে।।
করে না সে জাতের বিচার
কেবল শুদ্ধ প্রেমের আচার,
সত্য মিথ্যা জানব এবার
সাঙ্গ পাঙ্গ জাত অজাতে।।
পেয়ে ঈশ্বরের রচনা
তাই বলে সে বেদ মানে না,
লালন কয় ভেদ-উপাসনা
কর দেখি মন দোষ কি তাতে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….