এবার আমি তোমার হই নাই গৌর, তুমি আমার হবা কেনে
এ-ত সরমেরই ভক্তি,
মনে প্রাণে নাই অসাক্তি সিদ্ধান্ত উক্তি অভ্যাসের গুণে।।
থাকতাম যদি তোমার হয়ে পূর্ব্ব শৈলের কৃপা লয়ে
হৃদ আকাশে উঠে চন্দ্র প্রকাশ হয়ে
তা হবে কেন কপাল মন্দ ঘিরে নিল ও সম্বন্ধ
হল কন্দর্পেরই বাস, করলাম আত্ম ইন্দ্র ইচ্ছা কাজ
ঠেকে গেলাম আত্ম নিবেদনে।।
করলাম ভাঙ্গা গায়ের তালুকদারী, মালগুজারী দিতে নারি
মিলার হিসাব হল আখেরী, আমার পূর্বধন যা ছিল ঘরে,
কাল পেয়ে সব নিল চোরে, এ-ত নয় হীনের কর্ম
করলাম পিতৃদ্রোহী কর্ম
তাইতো পড়ে গেলাম তোমার বিষ নয়নে।।
গোসাই গোবিণ চাঁদে বলে, সিংহের দুগ্ধশানে খেলে
স্বভাব কভু যায়না-রে মলে, যেমন স্বাতী নক্ষত্রের জল
পাত্রগুণে ধরে ফল, আমার ঘটল না রে সে দশা
ঘুচে গেল আশা, যেতে হল চোর আশি ভ্রমণ।।