এবার আমি সেজেছি মায়ার এক ঢেঁকী
পরের ভানা ভেনে এলাম, আপন ঘরে নাই খোরাকী।।
দিনে দিনে কাম শক্তি বেড়ে যায়
কামিনীর ত্রিলোটেতে পিতৃকূল হারায়
আমি কাঞ্চন কুলায় ঝেড়ে এলাম, তুষ ছাড়া, চাল না দেখি।।
আমি ঢেঁকী ছিলাম পনর পোয়া, কর্ম দোষেশ ফের পরে যায়
রয় চৌদ্দ পোয়া যমেতে দিতাম ফাঁকি।।
আমি ঢেঁকী স্বর্গে যদি যাই, দুইবেলা ধান ভানা, লাথি এড়ান নাই,
লাল মতির মনে এই বাসনা, যেন সৎ গুরুর লাথি খাই।।