(তাল-গড়খেমটা)
এবার চিনে লও গে তারে
এবার চিনে লও গে তারে।
পিতৃধন হয় মহারত্ন, আদি শক্তি মুলাধারে।।
১। মুলাধার রক্ত আকার, তাতে ধরে চারটি আকার,
ব হতে চারি অক্ষর, আছে তাই শাস্ত্রের মাঝারে,
মায়া ডাকিনী শক্তি, বয় সে তথাকারে,
সাড়ে তিন প্যাচে তিনি, কুন্ডলিনী, আছে শ্রীহরিকে ঘিরে।।
২। পরম আত্মা পরম ব্রহ্ম, যার হাতে এ ব্রহ্মান্ড,
করতে পারে অসীম কান্ড, জিনিতে শক্তি নাই সংসারে
তিনি কখন সাকার, হয় নিরাকার, এক এক বর্ণ ধরে,
ক্ষণেক আরাম নাই তার বিশ্রাম, কখন বাহির কখন ঘরে।।
৩। ডেকে বলে আদিত্য, হরি গোসাই জানে তত্ত্ব,
শিখে নিলে তার মাহাত্ম্য, যাবি তুই আব্রহ্ম ভেদ করে।
বোকা দীনবন্ধু ঘুরে মর, কেন অন্ধকারে,
তুই জ্ঞানের আলো জ্বালাইয়ে, হুশের ঘরে থাকিস পড়ে।।
……………………………….
তত্ত্বগীতি
রাগিনী-উল্টাকেশী