(তাল-ঠুংরী)
এবার প্রেম নদীতে দে সাঁতার,
যদি রে তুই যাবি রে ওপার।
ঐ দেখ প্রেম নদীর ওপারে আছে রে,
প্রেমিক গুরু কর্ণধর।।
১। ভাবের ভষ্ম অঙ্গে মেখে,
সাঁতার দেরে মন সুখে।
ও তুই অনুরাগের হাত পা ঝেকে রে,
প্রেম নদীর ধর কিনার।।
২। গেলে প্রেমিক গুরুর পাশে,
দেখবি ঐ রূপ সদা বসে।
রাখবি প্রেমের ছবি, হৃদাকাশে রে,
তবে হবি অনুগত তার।।
৩। হলে গুরুর মনের মত গুরু হবে অনুগত।
তিনি চাকর সম অবিরত রে,
(ও তোর) মন যোগাবে নিরন্তর ।।
৪। দয়াল হরি গোসাই বলে,
গুরু পদে প্রাণ সপিলে।
তবে শঙ্কা নাই তোর কোন কালে রে,
দীনা তারে ভেবে দে সাঁতার।।
………………………..
রাগিনী-অকালা