(তাল – লোফা)
এবার ভাবনা ভাব অন্তরে গুরু বলে।
তবে প্রেমের গুরু কল্পতরু, পাবিরে তুই প্রেম দিলে।।
১। ভক্তি প্রেমের গুরু মধুসূদন, ডাকতে পারলে পায় তার চরণ।
ও সে বসত করে সপ্ত তালায়, সে দ্দিলল পদ্মমূলে।।
২। আছে ষস্ট রথী, পঞ্চ সখা, যুদ্ধস্থলে পায় তার দেখা।
যে জন করতে পারে করণ যুদ্ধ, হরিধামে যায় সে চলে।।
৩। জানে কামদ্রোণ রাজা, ভীষণ যুদ্ধ, শরাঘাতে করে জব্দ।
পারবি না ঠিক থাকিতে কোন মতে,
কাম দ্রোনের বাণ ভীষণ চলে।
৪। অর্জ্জুন যেমন ছিল যোদ্ধা, যুদ্ধে পায় দৌপদী সাধ্যা।
তেমনি তার মত হইলে যোদ্ধা, জয়ী হবি সেই রণস্থলে।।
৫। দীনবন্ধু ভ্রান্ত মনে, যুদ্ধ করবি কোন সন্ধ্যানে
(সন্ধান) জেনে হরি গোসাইর স্থানে,
যুদ্ধে যাবি তারই বলে।।
………………………….
রাগিনী – পানতুফাণি