(তাল-গড়খেমটা)
এবার মৃত্যু কাছে এল, এবার মৃত্যু কাছে এল।
আছে যার যেই ধর্ম্ম, সে তার কর্ম্ম করে সবে বেহেস্তে চল।।
১। হিন্দুস্থান পাকিস্তানে, হিন্দু আর মুসলমানে,
সুস্থ প্রাণে একমনে, যাদের যেই ধর্ম্ম সে তাই পাল।
দ্বেষহিংসা ছেড়ে দেও সবাই, রসাতল সব গেল,
ঐ দ্বেষ হিংসা দুষ্টামির পাপে, ব্রহ্মান্ড ডুবিয়া গেল।।
২। যত হিন্দু মুসলমান, সবে এক খোদার সন্তান
কেউ জপেনা খোদার নাম,
মিছে পাপ কর্ম্মে দিন ফুরাল।
এখন পাপে ধরা, বোঝাই সারা, করে টলমল,
তাইতে হরি ক্রোধ করি, ধ্বংসের পথ গঠন করিল।।
৩। এমন সোনার রাজ্যে অগ্নি লেগে,
মানব কিবা কীট পতঙ্গে,
পশু পাখী অগ্নির সঙ্গে, পুড়ে সব ভষ্মময় হইল।
খোদার ঐ ক্রোধ অনলে জীব সকল পড়িল,
উঠল প্রলয় হুহুংকার বাজল সংসার, ক্রদনের ঐ রোল উঠিল।।
৪। দীনবন্ধুর এই বাণী, পাপের ভার সয়না মেদিনী,
উদ্ধারের সেই কর্তা যিনি, এ ধরা ছেড়ে লুকাইল।
যত হিন্দু মুসলমান, ছেড়ে গুমান, আল্লা হরি বল,
এবার মালিক জনকে রাজী করে ভবের পারি বেয়ে চল।।
……………………………………..
লোকশিক্ষা
রাগিনী-উল্টাকেশী