এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল
তোমার আমার যত কথা–সবই বৃথা হল।।
তুমি রাজা রাজ্য তোমার তুমি অধিকারী
তুমি ধনী তুমি মানী আমি হই ভিখারী।।
আগম নিগম শাস্ত্ৰ বেদে লীলা খেলা–
মোরে দিয়া সাজাইলায় পঞ্চভূতের মেলা।।
তোমার ইচ্ছা প্ৰতিবাদী কেবা বলো হইলো
তোমার লাগি দীনহীনের কলঙ্ক রহিলো।।
ভাবিয়া চিন্তিয়া আমার অঙ্গ হইল কালো
এ ভব সংসার হইতে মরণ ছিলো ভালো।।
ভাবিয়া শ্ৰীরাধারমণ সদায় আকুলিত মন
শেষ কালের উপায় কি সই বলো।।