মা গো এমন করে কে সাজালে।
মুণ্ডুমালা নাই মা গলে
বনফুল মালা দোলে।।
বাম করে যে নাই মা অসি
এ যে দেখি বাঁশের বাঁশী,
এলোকেশী কৈ কালোশশী
আছো কেনো গো বামে হেলে।।
রুধিরাঙ্গে চন্দন লেপা
দেখি দেখি রাঙা দুটি পা,
রাঙা জবা কৈ স্বর্ণচাঁপা
ঘুঙুর কৈ মা নূপুর দিলে।।
ভক্তবাঞ্ছা কল্পতরু
কৃষ্ণ ভবার মায়ের গুরু,
মাটি হয় রে শুল্ক মরু
প্রেম বারি প্রবেশিলে।।