এমন জুয়াচোরের সাথে রে
এমন ছেঁচড়াচোরের সাথেরে
আমি এক ঘরে বসতি করিলাম।
কতো সরল প্রাণে পরের করে
ঘরের ব্যাসাতি দিলাম।।
যা ছিলো মোর পুঁজিবাটা দিলাম তার হাতে
সবি দিলাম তার হাতে;
সে ছেঁচড়া চুরি করিয়ে সব নিলো তফাতে
এখন খালি হাতে আঁধার রাতে-
অনেক পথ পাশে পলাম।।
অপন হাতে কতো আপন দেখায় বাহিরে
সে দেখায় বাহিরে;
যেন সে ছাড়া জগতে আমার কেহ নাহিরে
বড়ো ভুল করলাম তারে চাহি রে-
লাভে মূলে হারালাম।।
তার মুখোস পরা মুখের বাণী শুনিতাম সুখে
কতো শুনিতাম সুখে;
কতো স্তুতি বন্দন অভিনন্দন করিতো মুখে
সে সম্মুখে মন যোগায় মুখে-
ফাঁক পেলে করে বদনাম।।
ফাঁদ পেতে চাঁদ ধরতে গেছি শুধু তার কথায়
হায়রে শুধু তার কথায়;
কতো লালপতাকা উড়ায়েছি পালটানা নৌকায়
সে ভাটির গানে হাঁটিয়ে যায়-
খুলে ফেলে দাঁড়বাদাম।।
ব্যবসার লোভে পথ ভোলালো ঝাপসা কুয়ামায়
হায়রে ঝাপসা কুয়াশায়;
পাগল বিজয় বলে, ভুলবো না আর মায়ার কু-আশায়
এমন অকরুণের ভালোবাসায়-
দুই হাতে জানাই সেলাম।।