(সিন্ধু – ঠুংরী)
এমন দিন কি হবে মা তারা।
যবে তারা তারা তারা বলে
তারা বেয়ে ধরবে ধারা॥
হৃদিপদ্ম উঠবে ফুটে
মনের আঁধার যাবে ছুটে,
তখন ধরাতলে পড়বো লুটে
তারা বলে হব সারা॥
ত্যজিব সব ভেদাভেদ
ঘুচে যাবে মনের খেদ,
ওরে শত শত সত্য বেদ
তারা আমার নিরাকারা॥
শ্রীরামপ্রসাদ রটে
মা বিরাজে সর্বঘটে,
ওরে অন্ধ আঁখি দেখ রে মাকে
তিমিরে তিমির ভরা॥