বসে কদম ডালে কার এমন দুষ্ট ছেলে।
নিত্য নিশিতে বাজায় বাঁশি লো (তুলসী)।।
অষ্ট আঙ্গুল বাঁশরী, মাঝখানে তার ছেদা
কেমনে যানে বাঁশি আমার নাম রাধা,
দিয়ে বাঁকা চাহনি নিয়েছি প্রাণখানি
পাগল করল মধু মুখের হাসি লো (তুলসী)।।
মন বলে ছুটে যাই, শুনিতে বাঁশির গান
পিছু ডেকে বলে আমায় হারালি কুলমান,
সে যদি আমারি হয় কেন কলংকের ভয়
বলুক লোকে রাজ্জাকেরে যত দোষী লো (তুলসী)।।