(তাল-বিষম একাতাল)
এমন প্রশ্ন কোথা পেলে ভাই।
তাহা বল তুমি মম ঠাঁই।।
১। বেড়াও দেশ বিদেশে, মনের হরিশে,
মানুষকে ঠকায়ে ফির, ঐ প্রশ্নের রসে।
নাই তোর গুরুর প্রতি, নিস্ঠা রতি,
হরি নামের গন্ধ নাই।।
২। কাজের কাজে নাই মতি, সদা কু-কর্মে গতি,
জনম ভরি হলনা তোর গুরুতে আর্থী।
শুধু বাঘের মত ভঙ্গি অতি,
ভিতরে ময়লা বোঝাই।।
৩। ঐ সব প্রশ্ন ছেড়ে দেও, মুখে হরি গুণ গাও,
প্রেমের মদে মত্ত হয়ে মহানন্দে রও।
দেহের কপটতা সব খুলে দেও,
প্রশ্নেতে সার বন্তু নাই।।
৪। আদিত্য কয় অতি দুঃখে, দীনা আছ কি সুখে
কু-কথায় বিজ্ঞমানহইলি, নাম তোর নাই মুখে
হরি গোসাই বলে সময় গেলে,
তরাইবে কোন গোসাই।।
…………………………
তত্ত্বগীতি
রাগিনী-খেবেন্ডা