এমন মধু রাইতে ঘুমাইলিনা
বন ভিজালি কান্দিয়া
কাল গেল তোর কলঙ্কের গান গাইয়া।।
জিজ্ঞাসিলে কথা বলনা
মাঝে মাঝে গান গেয়ে কও
প্রেম ভাল না
তোমায় ডাকলে ও কাছে আসো না
মান করিয়া পর ভাবিয়া
কাল গেল তোর কলঙ্কের গান গাইয়া।।
প্রেম করে শ্যাম না পাওয়ার জ্বালা
শ্যাম জ্বালাতে কোকিল বুঝি
তোর সর্ব গাও কালা
ডাল ছেড়ে ধরেছে ডালা
মালার বাঁধন ছিড়িয়া
কাল গেল তোর কলঙ্কের গান গাইয়া।।
মন বুঝেনা মরার কোকিল
আন্দাজে গান তুলে
ঘুম আসিলে স্বপনে দেখি
আমি বন্ধুর কোলে
আমার বন্ধুয়ার না ঘুম ভাঙ্গিলে
কোকিলার ডাক শুনিয়া
কাল গেল তোর কলঙ্কের গান গাইয়া।।
কোকিল-রে তুই আমার কথা মান
বেশি দিব ছাতু ছোলা করিসনা গুমান
তুমি গাও মাতাল রাজ্জাকের গান
তোর কাজল গেলে মরিয়া
কাল গেল তোর কলঙ্কের গান গাইয়া।।