এমন সহজের মানুষ কোথায় পাওয়া যায়।
হলে আপন সহজ নইলে সহজ ধরা নাহি যায়।
সহজ বলতেছে সদায়, কেরে দেখছে সহজ কোন বা দেশে রয়,
ও সে গুপ্তভাবে আছে সহজ, খুঁজলে তারে পাওয়া যায়।
সহজ করণ করে আস্বাদন, হরেছিল চণ্ডীদাস রজকিনীর মন,
তারা সহজ প্রেমের শক্তির বলে রে, মৃতদেহে জীবন পায়।
সহজ প্রেম জানে কয়জনে, জেনেছিল রূপ সনাতন ভাই দুইজনে,
তারা দুই মনে এক মন মিশাইয়ে, নিত্য বৃন্দাবনে যায়।
সহজ করণ করা সহজ নয়রে ভাই, করণ করেছিল হীরামন গোঁসাই,
ও সে সহজ প্রেমে মত্ত হয়ে রে, জলের পর ভেসে বেড়ায়।
পাগল মহানন্দ কয় ওরে তারকরে, সহজ মানুষ হরিচাঁদ ধর গিয়ে তারে,
থাকগে গুরুচাঁদের চরণ ধরে রে, তবে যদি ধরা দেয়।