এলে তুমি ব্যথারগীতি গাওয়াতে
মেঘলা দিনের পাগলা হাওয়াতে,
ও সেই বহু দিনের পুরানো সুর রে
ভেসে উঠলো আমার পরানে-
পুরানো এক স্মৃতির কাঁটারে
এসে বিধলো আমার হিয়াতে।।
পাতার ঠোঁটে জল ঝরিছে রে কে যেন কাঁদিছে বনে
সাঁই বলে ঝাউ গাছের শাখায় রে হাই ছাড়ে মলয় পবনে
নয়ন দিয়ে বাতায়নে রে;
দেখি বাতাস আর মেঘের খেলা
কাটে বিজন বাদল বেলারে
আমার কি যেন কি পাওয়াতে।।
হতাশ মনে বাতাস ভরে রে আকাশ পরে মেঘেরে আনা গোনা
ছন্দহারা যাত্রী ওরা রে কোথা যাবে নাই কো জানা শোনা
বিলাসের মায়াজাল বোনা রে;
আমার ফেলে আসা দিনগুলি
অতীতের অতিথি আমায় রে
সে বসলো মনের দাওয়াতে।।
একা একা বসেছিলামরে নিরজনে মনের কিনারায়
মেঘের ফাঁকে ডাকে আমায় রে কে যেন চোখের ইশারায়
কুলমানের এই ফুলবিছানায়রে;
আমার ভুলে থাকা হলো দায়
কুলের তরী খুলে দিলাম রে
কার চপল চোখের চাওয়াতে।।
অসীমের যাত্রী সবাইরে সসীমের এই নিত্য অভিসার
মেঘের মতো চলে ভেসে অকুলের পায় না কূলকিনার
পাগল বিজয় কয়, বেদনা আমার;
এবার রয়ে গেলো মরমে
জীবন আমসার ফুরায় বন্ধু রে
কেবল আমার তরি বাওয়াতে।।