ভবঘুরেকথা
সাধক কবি রামপ্রসাদ সেন

(খাম্বাজ – রূপক)
এলো চিকুরনিকর নরকর কটীতটে
হরে বিহরে রূপসী।
সুধাংশু তপন, দহন নয়ন
বয়ানবরে বসি শশী॥

শবশিশু ইষু, শ্রুতিতলে
বামকরে মুণ্ড অসি।
বামেতর কর, যাচে অভয় বর
বরাঙ্গনা রূপ মসী॥

সদা মদালসে, কলেবর খসে
হাসে প্রকাশে সুধারাশি।
সমস্ত স্ববাসা, মাভৈঃ মাভৈঃ ভাষা
সুরেশানুকূলা ষোড়শী॥

প্রসাদে প্রসন্না ভব ভবপ্রিয়া
ভবার্ণব ভয় বাসি।
জনুর যন্ত্রণা হরণে মন্ত্রণা
চরণে গয়া গঙ্গা কাশী॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!