ইসলামের সওদা নিয়ে এলো নবী দুনিয়ায়।
রোজা-নামাজ, হজ-জাকাত পূর্বেতে জাহিরা হয়।।
ইসা, মুসা, দাউদ ছিল, ইঞ্জিল-তৌরাত-জব্বুর পেল।
‘ইয়া নফসি নফসি’ বলে গেল, আপন আপন প্রাণ বাঁচায়।।
শেষে এলো দিনের নবী, কতই যে রাখিল দাবী
উম্মতের ভার মাথায় নিয়ে, কাঁদেছ নবী সর্বদায়।।
উম্মতের ভার নেয় না তারা, সেই কারণে কেতাব বাতেল কর।
আরও আমানতের ভার নেয়না কেহ, দুরাত্মা ‘হিয়’ত নাজেল হয়।।
ফকির চাঁদ ইহাই ভনে, ‘দায় ছিল না আগের আইনে
সুন্নত আইন নবী এনে, জারি করে নবী মদীনায়।।’