(তাল – গড়খেম্টা)
এল কলির শেষে জীব তরাতে
ওড়াকান্দী হরিচাঁদ আমার।
তোরা এই মধুর নাম নিলে পরে।
অনায়াসে হয়ে যাবি পাড়।।
১। দুঃখী তাপি উদ্ধারিতে, এল হরি এ জগতে,
ডাকার মত না ডাকিলে, দয়া হবে না।
অকুলে ভবকান্ডারী, ডাকিলে, দয়া হবে না।
অকুলে ভবকান্ডারী, ডাকলে পাবি পদতরি,
সবার বিপদ মোচনকারী, ভব নদী করে নেয় পাড়।।
২। বেলা থাকতে ধর পাড়ি, বদনে বলিয়ে হরি,
অনায়াসে উঠবে পারি, ভয় রবে না আর।
এ দুঃখ ভব সাগরে, যদি ডাকতে পার তারে,
দয়াল মাঝি হলে রাজি, পার করতে বিলম্ব নাই তার।।
৩। আপনি সাজায়ে তরী, হরিচাঁদ কর কান্ডারি,
সাধু মহাজন বহর ধরি, প্রেমতারে লাগাইও ডুরি,
অনুরাগের দাড় মারি, ভবনদীর ধর কিনার।।
৪। দয়াল হরি গোসাই বলে, দীনারে তুই এই সকালে,
সারি গেয়ে হরি বলে, হয়ে যাবে পার।
ভবনদীর তুফান ভারি, উচ্চ স্বরে বল হরি,
তবে পারে যাবি ত্বরা করি, হরিনাম ভুলনারে আর।।
………………………….
রাগীনি – আনারা