(তাল-আদ্ধা)
এল কলির শেষে পাগল বেশে,
এল পাগল হরিচাঁন।
আমার হরিচাঁদের প্রেম বাজারে,
যেতে পারে হয় যার একমন।।
১। হরিচাঁদের নির্ম্মল করন, যার মন করেছে হরন,
তার কি ঘরে থাকে প্রাণ।
ও সে ঘরের বাহির, হয়ে গিয়াছে, ত্যাজ্য করে সব কুলমান।।
২। হরিচাঁদের ঐ রূপ বরন, দেখলে জুড়ায় তাপিত জীবন,
এমন রূপ কেউ দেখনাই।
ঐ রূপ দেখবি যদি নিরবধি, হরিচাঁদ বলে সদা কান।।
৩। কর গুরুচাঁদের করন, সে হয় প্রেমের মহাজন,
ডেকে বলে কে নিবি আয়।
বলে কে নিবি কে নিবি তোরা, ধর বলে যাচে প্রেমধন।।
৪। হরি গোসাই পেয়ে প্রেমধন, জগতে করলেন বিতরণ।
মাতাইল এ ত্রিভূবন।
ও সে মাতাইল পুরুষ নারী, মাতৃলনা দীনবন্ধুর মন।।
…………………………………
রাগিনী-গুজরাটিয়া