(তাল-ঝাপ)
এল সোনার মানুষ ওড়াকান্দী
কে দেখবি ত্বরায় চলে আয়।
মানুষ দেখলে জুড়ায়, তাপিত জীবন,
প্রেম হিল্লোলে মন গলিয়ে যায়।।
১। যদি সেই মানুষ ধরতে চাও, মুখে হরি গুনগান গাও
নিরীখ ধরে সদা রও সেই মানুষ পানে,
এবার কামের ঘরে কপাট মেরে, নামের হুঙ্কার ছাড় সদায়।।
২। সেই মানুষ শান্তিপুরে, শান্তি মায়ের স্নেহাগারে
গেলে পরে দেখবি তারে, জুড়ারি জীবন।
তবে প্রেমানন্দে কাল কাটাবি,
দেখতে পাকি ঐরুপ সদায়।।
৩। সেই মানুষ ধরা বিষম দায়, শান্তিপুরে থাকে সদায়,
ধরতে গেলে ছুটিয়ে পালায়।
তুই কেমন করে ধরবি তারে, উল্টাকলে চলে সদায়।।
৪। (দয়াল) হরি গোসাইর দয়াবানী,
করলে গুরুর করন জানি,
পাবি সেই মানুষের দরশন।
বোকা দীনারে তুই, করলি না করন,
মানুষ মিলবে কোন গুনের দায়।।
……………………………
রাগিনী-হেলারি