এসেছোরে মন যে পথে।
যেতে হবে সেই পথে।।
মোহমায়ায় ভুলে র’লি
আজকাল বলে দিন ফুরালি,
করো ঐ নামে কৃতাঞ্জলি
যদি সময় হয় তাতে।।
সেই পথের নাম ত্রিবেণীর ঘাট
বাঘে সর্পে ধরেছে বাট,
রসিকজনা সেই ঘাটের তট
মনা যাচ্ছে তাঁর সাথে।।
সেই পথেতে তিনটি মরা
পেলে মানুষ খাচ্ছে তারা,
লালন বলে মরায় মরা
খেলছে খেলা তাঁর সাথে।।