এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া
অগতির গতি হে জগৎ পতি
কালের সতী আসিয়া
এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া।।
তপ্ত মরুতে তৃষ্ণা মিটাতে
ভাবছো গুহাতে বসিয়া
এনেছো কোরান
আল্লাহর বিধান
সপ্ত আসমান ছেদিয়া
এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া।।
ইসলামী বিপ্লব
হে চির গৌরব
আলোর মশাল জ্বালিয়া
অনাবিব আদ্দ, তুমি যিশু বৌদ্ধ
সাগরে পদ্ম ফুটিয়া
এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া।।
চিরকালের জয়রত
তুমি রাজা দসরত
লও শপথ করিয়া
কৈলাসে সংকর
প্রলয়ে ভয়ংকর
গৌরবে হুংকার ছাড়িয়া
এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া।।
সত্য সোনাতন
ভ্রোজরী নন্দন
কাঁদালে রাধার মন বাঁশি দিয়া
দিয়া গড়াগড়ি
বল হরি হরি
মাটিতে পর গৌর ঢলিয়া
এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া।।
এত কাছে তুমি
হে মম স্বামী
তব থাকি আমি
তোমায় ভুলিয়া
মাতাল রাজ্জাকে ডাকে
পড়িয়া পাছে
কাছে লয় হাতে ধরিয়া
এসেছো যদি হে দয়াল আরবি
ভাঙ্গা তরী লও পার করিয়া।।