এসো হে প্রভু নিরঞ্জন
এসো হে প্রভু নিরঞ্জন।
এ ভবতরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন।।
তুমি ভক্তি তুমি মুক্তি
অনাদির আদ্যশক্তি,
দাও হে আমায় ভক্তির শক্তি
যাতে তুপ্ত হয় ভবজীবন।।
ধ্যানযোগে তোমায় দেখি
তুমি সখা আমি সখী,
মম হৃদয় মন্দিরে থাকি
ঐরূপ দাও দরর্শন।।
ত্রিগুণে সৃজিলে সংসার
লীলা দেখে কয় লালন তার,
সিদরাতুল মোন্তাহার উপর
নূর তাজেল্লার হয় আসন।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….