ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

এস দুনু ভাইরে গৌর ও নিতাই।।

সত্যতে ছিলেন হরি, ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই।
দ্বাপরে শ্যাম নটবর ভুলাইলায় রাই রে।।

কলিতে গৌরাঙ্গ লীলা, নাচে জগত ভাসাইলায় রে ভাই।
কত পাপী-তাপী উদ্ধারিলা জগাই আর মাধাই।।

ভাবিয়ে রাধারমণ বলে, ঠেকালাম ভবের মায়া জালে।
কলি শমনে বান্ধবে যখন, তখন দিবে। কার দুহাই, গৌর ও নিতাই।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!