এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
ভব ভয় বিপদ নাশিনী।
কালী ভৈরবীবাসা সারদা নিভা শিবানী
মা কাত্যায়নী কাৰ্যরূপিণী।
সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক শ্ৰীগণপতি
এসো গো মা মৃগেন্দ্ৰবাহিনী
তুমি সত্ত্ব রজঃ তমঃ ক্ষিতিতেজ মরুৎব্যোম
তুমি গঙ্গে পতিত পাবনী।।
তুমি চন্দ্ৰ তুমি সূর্য তুমি মা জগৎ আর্য
দেবদেব হরের ঘরণী।
তুমি মা ব্ৰহ্মাসাবিত্রী তুমি মা বেদগায়ত্রী
স্বাহা সদা প্ৰণাবরদপিণী।
তুমি দিবা নিশা কাল তুমি নক্ষত্রমণ্ডল
তুমি পুর্ণ ব্ৰহ্ম সনাতনী।
শ্ৰীরাধারমণের আশা মা না করিও নিরাশা
অন্তে দিও চরণ দুখানি।