(তাল-রাণেটি)
এস হে গুরুচাঁদ, বস আমার হৃদয় খাটে।
তুমি আসিলে আনন্দ হবে (আমার) নিরানন্দ যাবে ছুটে।
হৃদয় খাটে বস আসি, আমার সুমতি যে প্রাণ বিলাসী,
তোমার ঐ চরণে করব দাসী, দেহের প্রতিবাসী সবাই জুটে।
সাধন ভজন দুই সহোদর, তোমার ঐ চরণে করব নফর,
তব পদে হয়ে কিঙ্কর, সদায় থাকবে ঐ চরণ নিকটে।
নিষ্ঠা নিস্কাম ভ্রাতা দুইজন, কাম ক্রোধ রিপু ষোল জন,
করবে তারা পদ প্রক্ষালন, এনে প্রেমবারি শান্তি ঘটে।
শ্রদ্ধা ভক্তি বিল্ব দলে, শান্তি শক্তি কুসুম তুলে,
আমি মালা গেঁথে ফুলে ফুলে, দিব তোমার গলে করপুটে।
চিন্তা বিবেক এ দেহ মন, ধর্ম কর্ম সর্বস্ব ধন,
তোমার ঐ চরণে করব অর্পণ, আমার যা আছে এ দেহ মঠে।
দয়াল শ্রীপতিচাঁদ বলে, কালীচরণ যাস না ভুলে,
ও তোর কালান্ত কাল চরম কালে, গুরুর রূপ দেখবি চিত্রপটে।।
…………………………………………………………………….
কালীচরণ সরকার