এ গোকুলে শ্যামের প্রেমে
এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখি,
কারো কথা কেউ বলে না
আমি একা হই কলঙ্কী।।
অনেকে তো প্রেম করে
এমন দশা ঘটে কারে,
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি।।
তলে তলে তলগোজা খায়
লোকের কাছে সতী কওলায়,
এমন সৎ অনেক পাওয়া যায়
সদর যে হয় সেই পাতকী।।
অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুল নাশিলে,
লালন বেড়ায় ফুচকি খেলে
ঘোমটা দিয়ে চায় আড়চোখি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….