এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে-
তা কে জানে তা কে জানে ॥
কোন্ পাহাড়ের পারে,
কোন্ সাগরের ধারে,
কোন্ দুরাশায় দিক-পানে-
তা কে জানে তা কে জানে ॥
এ পথ দিয়ে কে আসে যায় কোন্খানে
তা কে জানে তা কে জানে।
কেমন যে তার বাণী, কেমন হাসিখানি,
যায় সে কাহার সন্ধানে-
তা কে জানে তা কে জানে ॥
………………………
রাগ: পিলু-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার