(তাল – একতাফা)
এ বিপদে কোথায় ওহে হরিচাঁন।
নদীর ঘোলায় পড়ি ডাকি হরি, শ্রীচরণে দেও হে স্থান।।
১। মাল ভরিয়ে দিলেম পাড়ি, কাম নদীর ঐ পাকে পড়ি, বল কি উপায়।
নদীর তরঙ্গ ভারি ডুবে তরী, এ দেহ হয় অবসান।।
২। বিপদে পড়িয়ে ডাকি, বিপদ ভঞ্জন কমল আঁখি, হও সদয়।
তোমার দয়া বিনে এ তুফানে, সারা হল আমার প্রাণ।।
৩। পড়েছি অকুল পাথারে, রক্ষা কর অধমেরে অসময়।
হরি আমি অতি মূঢ় মতি না জানি পারের সন্ধান।।
৪। গুরুচাঁদের কৃপা ডুরি, নৌকায় দিয়ে বন্ধি করি, উঠাও কিনারায়।।
হরি গোসাই করে এই সদুপায়, দীনার রক্ষ দেহ প্রাণ।
………………………………..
রাগিনী – উরয়ালিকা