ঐরূপ তিলে তিলে জপ মন সূতে।
যেন ভুলনা অন্য ভোলেতে।।
গুরুরূপ যার ধিয়ানে রয়
কি করবে তারে শমন রায়,
নেচে গেয়ে ভবপারে যায়
গুরুচরণ তরীতে।।
উপরবারি সদরওয়ালা
স্বরূপ রূপে করছে খেলা,
স্বরুপ গুরু স্বরূপ চেলা
আর কে আছে জগতে।।
সামনে তরঙ্গ ভারী
গুরু বিনে নাই কাণ্ডারী,
ফকির লালন বলে ভাসাও তরী
যা করেন সাঁই কৃপাতে।।