ঐহিকের সুখ কয়দিনের বলো।
ঐ যে দেখতে দেখতে দিন ফুরাল।।
হলো আসলে ভুল
পাকলরে চুল,
সুখের তরে ঘুরে ঘুরে
তোর জনম গেল।।
ভিন্ন ভিন্ন ভাবছ সবে
নিত্যসুখে সুখি হবে,
এমন সুখের জন্যে
নবির ত্বরিক্বে এখন চল।।
ইহকালে ভোগ করে সুখ
পরে যদি হলো অসুখ,
লালন বলে মনরে
ধর্মের জন্য অসুখ ভালো।।