(তাল-ঠুংরী)
শ্রী হরির ঐ কৃপা বৃক্ষে,
মন পাখী তুই পড় যেয়ে উড়ে।
যাবি খেদ শরীরে, কুতুহলে, হরিচাঁদ কৃপা নগরে।।
১। পাখী প্রেম বায়ুতে যাবি ভর করি,
ভক্তির পাখা দিয়ে ঝাকা, যাবিরে উড়ি।
বসবি দয়াডালে, সে নাম ফুলে
মধু পান কর উদর ভরে।।
২। পাখী কৃপা নগর হরির অবস্থান,
নামের মধু খাও রে শুধু, করনা গুমান।
এবার শ্রদ্ধা রাখি ও মন পাখী,
রও কৃপা বৃক্ষের উপরে।।
৩। (ডালে) আশার বেড়ি থাক জড়ায়ে,
কল্পতরু ফলের পানে, সদা রও চেয়ে।
চেয়ে রও চিরকাল, মিলবে সে ফল।
স্থান পাবি শান্তি কুটীরে।।
৪। দীনা বলে উপায় কি করি,
মন পাখীতে লয় না কথা, ঐ দুঃখে মরি।
করে কু-ভাবনা কু-পথ হানা,
হরি নামের বুলি নাহি ধরে।।
……………………….
মনশিক্ষা
রাগিনী-অরুণভেরী