ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন আরে ভাই নিতাই।।
ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই।।

মানসগঙ্গায় স্নান করিয়া রে অ নিতাই শ্যামকুণ্ডেতে যাই
রাধাকুণ্ডে ডুব দিয়ারে অ নিতাই তাপিত জীবন জুড়াই।।

ঐ নাকি কদম্ব তরুরে অ নিতাই যমুনা দেখিতে পাই
কথায় ত্ৰিভঙ্গ বাঁকা রে অ নিতাই কথা প্ৰেমমহী রাই।।

রসময় বৃন্দাবনে রে অ নিতাই সুখের সীমা নাই।
শ্ৰীরাধারমণেরে অ নিতাই অন্তিমে শ্ৰীচরণ চাই।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!