ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

ঐ নাকি সেই ব্ৰজধাম আরো ভাই নিতাই।।
সেই ধামে মধুর প্রেমে রে অ নিতাই কৃষ্ণকলঙ্কিনী রাই।।

মধুমঙ্গল সুবিলাদি রে অ নিতাই রাখাল সভাই।
যে বনে চরাইত ধেনু রে অ নিতাই কবলী ধবলী গাই।।

ললিতা বিশাখা সঙ্গে রে অ নিতাই বিনোদিনীরাই।
যে ধামে বিরাজ করে রে অ নিতাই নবীন নাগর কানাই।।

করুণাসাগর নিতাই রে অ নিতাই গুণের সীমা নাই
শ্ৰীরাধারমণের আশারে অ নিতাই অন্তিমে শ্ৰীচরণ পাই।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!