ঐ নাম লও জীব মুখে রে রাধা গোবিন্দ নাম বল।
রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে।।
জগাই মাধ্যই তারা দুভাই মহাপাপী ছিল
কৃষ্ণনামে মর্ম জাইনে বৈষ্ণব হইল রে।।
হস্তে পদে বেঁধে প্ৰহাদে অগ্নিতে ফেলিল
কৃষ্ণভক্ত জাইনে ব্ৰহ্মায় টান দিয়া কোলে লইল রে।।
নারদ আমি দিবানিশি বীণা-তে নাম নিল
কাশী ছেড়ে ভুলানাথ শ্মশানবাসী হইল রে।।
ভাইবে রাধারমণ বলে দিন বিফলে গেল
মনিষ্য দুর্লভ জন্ম আর নি হবে বল।।