ঐ যে আকাশে ঘুরিছে বাতাসে।
সুলতান নাছিরায় থাকিয়া গোপন।
বায়ু ভরে আসে যায়। কেউ না দেখিতে পায়।
যোগমিলে অমাবস্যায় হইয়া চেতন,
পিরের কাছে গিয়া খোদা লও পেছানিয়া
স্বরূপ চিনিয়া কর সাই দরশন॥
মোকামে মাহমুদা রয়েছে রসুল খোদা
একদম নহে জুদা প্রেমেতেই গোপন।
কাম সাগরে খেলা করে নূতন মানুষ প্রতি ঘরে
আসিতেছে সংসারে হইয়া গঠন৷
কামে প্রেমে যোগাযোগ করলে রয় না ভব রোগ
শিক্ষা কর যোগ-বিয়োগ ভাগেতে পূরণ,
জীবনে যে অঙ্ক পাতা সকলই হৃদয়ে গাঁথা
জালাল উদ্দীন কয় বিধাতা বিধানেই বন্ধন॥