(ভৈরবী-রূপকড়া)
ঐ রে তরী দিল খুলে! তোর বোঝা কে নেবে তুলে?
সামনে যখন যাবি ওরে, থাকনা পিছন পিছে প’ড়ে,
পিঠে তারে বইতে গেলি, একলা প’ড়ে রইলি কূলে।
ঘরের বোঝা টেনে টেনে, পারের ঘাটে রাখলি এনে,
তাই যে তোরে বারে বারে, ফিরতে হ’ল গেলি ভূলে।
ডাকরে আবার মাঝিরে ডাক, বোঝা তোমার যাক ভেসে যাক,
জীবনখানি উজাড় ক’রে, সঁপে দে তাঁর চরণমূলে।।