ঐ শোনা যায় বিদায় বাঁশরী
এমন মায়া না যায় ছাড়া
ঘোরাফেরা বিদেশ করা রঙ্গের চাকরি।।
বড় বড় মন্ত্রী মিনিস্টার
চিরদিন টিকিয়া থাকেনা এইপার
তারা গাঁও চিনে গিয়াছে যার যার
দিন থাকতে বৈঠা মারি
ঘোরাফেরা বিদেশ করা রঙ্গের চাকরি।।
এসেছিলি ভবের হাটে
রঙ্গের বল খেলতে গিয়া
গোল খাইলি মাঠে
আইলি সন্ধ্যা বেলা পারের ঘাটে
নাই মোটে পারের করি
ঘোরাফেরা বিদেশ করা রঙ্গের চাকরি।।
বাঁশি ডাকে দিয়া করুণ সুর
ভয়ে প্রাণ কাঁপিতেছে রাস্তা অনেক দূর
তাতে ঢেউ উঠিয়াছে বড়ই নিঠুর
নদীতে হুংকার ছাড়ি
ঘোরাফেরা বিদেশ করা রঙ্গের চাকরি।।
যদি এই দেখাই হয় শেষ দেখা
বিদায় কালে কাঁন্দিস না লো মমতা লতা
মাতাল রাজ্জাক কয় চলছি একা
শেষ করে কাউ কাবারী
ঘোরাফেরা বিদেশ করা রঙ্গের চাকরি।।