ওই ঘাটে আজ দেখলাম কারে বল রে সুবল বল।
সে যে এলো চুলে এলো চলে
পথ ভুলে এই কাননতল।।
বকুল বিছানো পথে একাকিনী কেউ নাই সাথে
চলে ধনি যমুনাতে কলসি কাঁখে আনতে জল;
আমি কদম ফাঁকে দেখলাম তাকে
দেখবি তোরা মোর সাথে চল।।
অঙ্গশ্রী তার বিদ্যুৎআঁটা মুখের হাসি মিশ্রিকাটা
বিশ্রি মানি চাঁদের ছটা কাঁদে সুরবালা দল;
ও তার রূপে ভিজে হলো কি যে
মনসিজের মনোবল।।
উছলে ওঠে সুখের আলো পিচলে ছোটে নিবিড় কালো
ভয় পেয়ে পিছু লুকানো পেয়ে তার কালো কুন্তল;
যেন ভোরের আলো সন্ধ্যায় কালো
বন্দী হলো সন্ধিস্থল।।
আঁচল টেনে ঘাটে যাওয়া কাজল পরা আঁখির চাওয়া
থমকে ওঠে দক্ষিণ হাওয়া চমকে ওঠে নদীর জল;
আমার মন মুকুরে নাচে সেই রূপ
আছে কি ভাই ধরবার কল।।
যে রূপ দেখে আচম্বিতে রূপানুরাগ কানুর চিতে
মহাভাব রাইরূপ সাধিতে স্বরূপে ভাবের পাগল;
পাগল বিজয় চহে, পরান ভরা
হারানোর রূপ অবিকল।।